গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (RTTC)
ধর্মদাস, তামপাট, নগর মীরগনজ, রংপুর।
The Citizen’s Charter
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক পরিচালিত রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (RTTC) জুলাই ২০০৮ ইং হতে বেকার, দুস্থ, গরীব ও অসহায় যুবক-যুবমহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করে আসছে ।
উদ্দেশ্য :
# নতুন স্থাপিত শিল্প কারখানার চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান পূর্বক বেকারদের কর্মপোযোগী করা।
# দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে চাকুরীর সুযোগ সৃষ্টি করা।
# দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার যুব সম্প্রদায়কে আত্ম-কর্মসংস্থানে সহায়তা করা।
# ব্যাপক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত জনসম্পদে পরিণত করা।
# শিল্প কারখানায় দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
# অপেক্ষাকৃত স্বল্প সময়ে মেধা সম্বলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তোলা।
# সাধারণ শিক্ষা অপেক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসংস্থানের সম্ভাবনা অধিক বিধায় বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসার ঘটানো।
অবস্থান : রংপুর সদর উপজেলার তামপাট ইউনিয়নের (দমদমা ব্রীজ সংলগ্ন) ঢাকা মহাসড়কের পশ্চিম ও ঘাঘট নদীর উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত।
জমির পরিমান : ২ একর।
অধ্যক্ষ : ১ (এক)
উপাধ্যক্ষ : ১ (এক)
চীফ ইন্সট্রাক্টর : ৩ (তিন)
সিনিয়র ইন্সট্রাক্টর : ৭ (সাত)
ইন্সট্রাক্টর : ১৭ (সতের)
লাইব্রেরীয়ান : ১ (এক)
কম্পিউটার অপারেটর : -১ (এক)
হেড এ্যাসিস্টেন্ট : ১ (এক)
হিসাব রক্ষক : - স্টোর কিপার : ১ (এক)
কেয়ার টেকার : ১ (এক) ড্রাইভার : ১ (এক)
ইলেকট্রিশিয়ান : ১ (এক)
ল্যাব এ্যাটেনডেন্ট : ১ (এক)
ওয়ার্কশপ এ্যাটেনডেন্ট : ৬ (ছয়)
এমএলএসএস : ৪(চার)
দারোয়ান/নাইটগার্ড : ৬ (ছয়)
সুইপার : ৩ (তিন)
গার্ডেনার : ১ (এক)
# কম্পিউটার এ্যাপ্লিকেশন উইথ হার্ডওয়্যার মেইনটেনেন্স,ইন্টারনেট ব্রাউজিং,নেটওয়ার্কি.
# ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং।
# অটোমেকানিক্স কাম ড্রাইভিং।
# রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
# ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন।
# জেনারেল ইলেকট্রনিক্স।
ভর্তির যোগ্যতা : কম্পিউটার অপারেশন ট্রেড এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি/সমমান পাশ এবং অন্যান্য ট্রেড সমূহে অষ্টম শ্রেণী/সমমান পাশ।
বয়স সীমা : ১৭ থেকে ৩৫ বছর ।
আসন সংখ্যা : প্রতি ট্রেডে ৪০ (চল্লিশ) জন।
# ইলেকট্রিক্যাল ।
# অটোমেটিভ।
# রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
# ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন।
# ইলেকট্রনিক্স।
ভর্তির যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ।
বয়স সীমা : ১২ থেকে ১৮ বছর ।
আসন সংখ্যা : প্রতি ট্রেডে ৩০(ত্রিশ) জন।
স্পেশাল কোর্সসমূহ :
ভর্তির যোগ্যতা- এসএসসি(সমমান) পাস
বয়স-১৭ হতে ৩৯ বছর।
প্রশিক্ষণার্থী তথ্যাবলী :- প্রশিক্ষণার্থী ভর্তি : ১৭৩০ জন (জুলাই ২০০৮ হতে ফেব্রুয়ারী ২০১২ পর্যন্ত)। উত্তীর্ণ প্রশিক্ষণার্থী : ১১৩৬ জন।(জুলাই ২০০৮ হতে ডিসেম্বর ২০১১ পর্যন্ত)।
http://www.skilledbangladesh.info